শনিবার, ২ জুলাই, ২০১৬


"Aurthohin -এর নতুন album 'কান্সারের নিশিকাব্য' নিয়ে অনেকেই অনেক কিছু বলেছেন, অনেকের Facebook review দেখলাম। আমাদের সুশীল(?) সমাজের মধ্যে একটি নতুন চিন্তা দেখা দিয়েছে 'নিকৃষ্ট ৩' নিয়ে। র্থহীন বাংলাদেশের one of the top most popular band, কিন্তু তার মানে অর্থহীন সমালোচনার উর্ধে নয়। শ্রোতা হিসেবে, fan হিসেবে তাদের সমালোচনা করা খুবই স্বাভাবিক। শিল্পের একটা বৈশিষ্ট্য হচ্ছে সবকিছু সবার ভালো লাগেনা, লাগাটা স্বাভাবিক নয়। কিন্তু সমালোচনা করার জন্যে অনেক কিছু বিশ্লেষণ করে দেখতে হবে।
একধরনের মানুষ দেখলাম, যাদের কথা হলো গানগুলো অর্থহীনের আগের গানগুলির মতো হয় নি। তাদের exceptions অনেক high ছিলো, কিন্তু তা পূরণ হয় নি। বলেন তো, আপনাদের expectations কি ছিলো? কেমন music, কেমন sound চেয়েছিলেন আপনি? একটু কি বুঝিয়ে বলবেন? যারা মনে করেন 'ক্যান্সারের নিশিকাব্য' অর্থহীনের গানগুলির মতো হয় নি- এই কথাটার মানে হলো কেউ একজন আমাকে এসে ৫ বছর পর বলা যে আমি আমার মতো হই নি। ৫ বছর পর আমি আমিই থাকব, আমার চেহারাটা হয়তো পালটে যাবে। পরিবর্তন একটি সমাজের সব থেকে কাম্য জিনিষ। পরিবর্তন ব্যতীত সভ্যতা টিকে থাকবে না। পরিবর্তন স্বাভাবিক। সময়ের সাথে সাথে সবকিছু পাল্টায়, সে সাথে পাল্টাতে হয় মানুষকে, তার চিন্তাধারাকে, নতুনকে গ্রহন করে নিতে শিখতে হয়। আজকে যা ঠিক, কালকের সমাজ ব্যাবস্থায় তা ঠিক না হতেই পারে। সেই পরিবর্তনটাকেই বরণ করে নিতে হবে। আমি বলছি না, যে পরিবর্তন সমাজের জন্যে খারাপ তা বরণ করতে হবে।কিন্তু মানুষের খুব স্বাভাবিক একটি বৈশিষ্ঠ্য মানুষ পুরাতনকে আঁকড়ে ধরে থাকতে চায়। এভাবে আগানো সম্ভব নয়, একঘেয়েমি গ্রাস করবে।
অর্থহীনের প্রথম album 'ত্রিমাত্রিক' release হয় ২০০০ সালে। এবং বাংলাদেশ তখন প্রথম 'গুটি'র মতো গান শুনতে পায়। তার আগে পর্যন্ত 'গুটি' বা এরকম গান কারো expectation ছিলো না। অনেকেই হয়ত তখন আজকের মতো অনেক কিছুই বলেছেন। কিন্তু আজকে ষোল বছর পরে নির্দ্বিধায় বলা যায় 'গুটি' set a trend for future music that time. Its a legacy. এরপরে ২০০১ সালে যখন 'বিবর্তন' আসে, দেখা গেলো কিভাবে গানের sequel হয়। 'গুটি ২' তো 'গুটি'র মতো ছিল না। It was more heavy. এভাবে পরিবর্তনের মধ্যে দিয়ে আজকে 'গুটির পুনর্জন্ম'। এইটাই বৈশিষ্ঠ্য। 'অদ্ভুত সেই ছেলেটি' one of the most popular song of Aurthohin, এবং এখনো অদ্ভুত সেই ছেলেটির গল্প শেষ হয় নি। Its a series song. আপনার lyrics বুঝতে হবে, শুধু music শুনলেই হবে না। একটি গানের মধ্যে দিয়ে কিভাবে একটি গল্প আগাচ্ছে সেটা আপনি lyrics খেয়াল না করলে বুঝবেন না। ২০১১ সালে যখন 'অসমাপ্ত ২' release হয়, তখন 'অদ্ভুত সেই ছেলেটি'র sound, composition আর কিছুই আগের মতো ছিল না। এটাই পরিবর্তন, এটাই স্বাভাবিক। আমি যদি সবসময় একজন artist-এর একরকম গান শুনি, একসময় তা আর আমার ভালো লাগবে না, একঘেয়েমি চলে আসবে। আমি কেনো নতুন গান শুনতে চাই? কারন নতুন কিছু চাই আমি। আর পরিবর্তন ছাড়া নতুনত্ব সম্ভব নয়। ২০০০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রতিটি album যদি একরকম হতো, ভালো লাগতো না।২০০৩ সালে 'ধ্রুবক' release হয়, and again there is a new type of cheesy punk rock song 'চাইতে পারো'। 'চাইতে পারো' is fun. যারা 'চাইতে পারো' শুনেছেন, তাদের নতুন করে এই গান সম্পর্কে বলার কিছু নাই। ২০০৮ সালে 'অসমাপ্ত ১' release হলে we got 'চাইতে পারো ২', সেটাও same genre. দুইটার sound কি একরকম? না, একরকম নয়। তাই দুইটা গানই দুইরকম দেখে ভাল লাগে। ২০১৬ সালে এসে 'চাইতে পারো ৩' অবশ্যই ভিন্ন হওয়াটা স্বাভাবিক। Its more punk, its more cheesy. That's it. কিছু গান একবার শুনলেই ভালো লাগে না। দুই-একবার শুনলে পরে ভালো লাগে। আবার কিছু গান একবার শুনলেই ভাল লাগে। 'ভালবাসতে জানিনা' যখন আমি প্রথম শুনি, mixing and mastering ছাড়া, I fell in love with that song. But I won't say the same thing about every songs. দুই-একটা গান আমার mixing and mastering-এর পরে ভালো লেগেছে।Now, here is a point. যখন আমরা কোনো পুরোনো গান শুনি, we can relate with that period of our life; we miss that time of our life, our memories related with those songs. We love our memories, every human does, and we always want to live them again. তাই আমরা সবসময় সহজে পরিবর্তন মেনে নিতে চাই না। But life goes on, and the moments we are living today, will be memories after some years. And we will then relate our memories with new songs.এখন আসি আমাদের সুশীলদের(?) কথায়, যারা 'নিকৃষ্ট ৩' নিয়ে অনেক চিন্তিত। 'নিকৃষ্ট' is a popular series song.'.....খা** মা** এখন থামো,মিথ্যে কান্না অনেক হলো, কি লিখবো জানিনা, কি গাইবো ভাবিনা, দুই পয়সার হ্যো*, তোমায় আমি চু*না।.....'- এই চারটি line 'নিকৃষ্ট ৩' গানের lyrics-এর একাংশ।এখন দেখা যাক 'নিকৃষ্ট ২'র lyrics-এর একাংশঃ'.....দেখাই তোমায় আমি মধ্যাঙ্গুলি,তুমি দুই পয়সার হ্যো*, তোমায় চু*না আমি।.....'সুশীল সমাজের ভাবনা নতুন 'নিকৃষ্ট ৩'-এর lyrics নিয়ে, কেনো এরকম গালি-গালাজ এ গানের মধ্যে, কিছু দিন পর এই গান বাচ্চা-কিশোররা গাইবে, মেয়েদের লক্ষ্য করে গাওয়া হবে-এসব নিয়ে। জী, আপনার ভাবনা খারাপ নয়। কিন্তু প্রশ্ন হলো, যখন ২০১১ সালে 'অসমাপ্ত ২' release হয়, তখন সুশীলদের এ ভাবনা কথায় ছিলো? নাকি সেসময়ে দেশে কোনো সুশীল মানুষ ছিলেন না? আপনারাই কি আজ ২০১৬ সালে নতুন করে দেশে সুশীলতা আমদানি করেছেন? নাকি সেসময়ে Facebook popularity ব্যাপারটা ছিলো না বলে সুশীলতাও ছিলো না? সময়ের সাথে সাথে আমাদের দেশে একরকম নব্য সুশীলতার আমদানি হয়েছে আমাদের Facebook celebrity-দের মাধমে, যারা বাংলাদেশকে এক অকল্পনীয় সুশীল দেশ হিসেবে ধরে নিয়েছেন, যেখানে রাস্তায় কুকুর দেখে মুখ দিয়ে কুকুর উচ্চারণ করা গালি দেয়ার মতো। এসব ২০১১ সালে ছিলো না। Facebook-এ একটু famous, হাজার হাজার followers, এসব তখন ছিলো না। তখন Facebook শুধুই একটি যোগাযোগের মাধ্যম ছিলো, আর celebrity বলতে আমরা celebrity-দেরকেই বুঝতাম। কিন্তু যতই দিন যেতে থাকলো, আমরা অন্য একধরনের celebrity দেখা শুরু করলাম। তারা অনেকেই সুন্দর লিখেন, অনেক সাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যুক্তিযুক্ত লিখা লিখেন। সে কারনেই তাদের মানুষ follow করে। কিন্তু তার মানে এই নয় যে সব বিষয়কে তারা যথেষ্ট যুক্তি দিয়ে বিচার করে দেখেন। সবার নিজস্ব মতামত থাকা উচিত, থাকা স্বাভাবিক। কিন্তু কোনো বিষয়ে যথেষ্ট ধারণা সবার থাকা স্বাভাবিক নয়। যেহেতু, তাদেরকে অনেক followers, সেহেতু তাদের দ্বায়িত্ব কোনো কিছু নিয়ে ভালভাবে সবকিছু বিবেচনা করে মতামত দেয়া।The theme of this 'নিকৃষ্ট' series is limitless, ultimate, unmeasured hatred. ঘৃণার যদি কোনো চরম সীমা নির্ধারণ করা যায়, then this is what 'নিকৃষ্ট' is all about. এখন ঘৃণার প্রকাশে আপনি কি আশা করেন? আমি একজন মানুষকে ঘৃণা কি সুন্দর কথা বলে দেখাবো? 'হে মোর প্রান প্রিয়া, তোমাকে করি আমি ঘৃণা,তাই তোমাকে দিচ্ছি আমি গোলাপ ফুলের টোকা।'- এভাবে ঘৃণা দেখাবো কি?Anurag Kashyap আমার একজন favorite film director. তার পরিচালিত 'Gangs Of Wasseypur' আমার অনেক পছন্দের একটি সিনেমা। This movie is full of slang, it shows prostitution, sex. এ সিনেমাটি যে বিষয় নিয়ে বা যাদের নিয়ে, সেরকম সমাজব্যবস্থা দেখাতে এসব বিষয় দেখানো স্বাভাবিক। এসব না থাকলে সিনামাটির সঠিক চেহারা উঠে আসতো না। 'The Young Ladies of Avignon' by Pablo Picasso is a painting about brothel and prostitutes. এখন আমি যদি বলি পাবলো পিকাসোর এরকম অশ্লীল ছবি এঁকেছিলেন! ধরনী দ্বিধা হও!
আর বাচ্চা-কিশোররা এই গান গাইবে, মেয়েদের লক্ষ্য করে এই গান গাওয়া হবে- এই চিন্তা করে শুধু এই গানকে দোষারূপ করার কোনো মানেই হয়না। একটি সুস্থ চিন্তাধারার পরিবারে, সমাজে বেড়ে উঠা মানুষ জানে কখন, কোথায়, কিভাবে কথা বলতে হয়, একজন মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়, কখন গালি দিতে হয়, কাকে কতটুকু বাজে গালি দেয়া যায়। গালি-গালাজ যার শেখার, সে এমনিতেই শিখে, সেখানে কোনো গানের বা সিনেমার দরকার পরে না। রেললাইনের পাশের বস্তির একটি ছেলের কাছে কথায় কথায় নোংরা গালি-গালাজ করা খুবই স্বাভাবিক একটা ব্যাপার, সেজন্যে তার 'নিকৃষ্ট' শুনতে হয় নি। সে এসব শিখেই বড় হয়েছে।
একজন শিল্পী ও তার শিল্প দুই জিনিষ। শিল্পী একজন মানুষ, শিল্প তার সৃষ্ট ভাবনার প্রকাশ। ঘৃণা হোক, ভালোবাসা হোক, শ্রদ্ধা হোক, শ্লীলতা বা অশ্লীলতাই হোক- একজন শিল্পীর সার্থকতা তখনি, যদি তিনি তার সৃষ্টির, তার শিল্পের মধ্যে তার যথাযথ প্রতিফলন ঘটাতে পারেন, যা বুঝাতে চান তা সঠিকভাবে বুঝাতে পারেন। আজকে 'নিকৃষ্ট'র lyrics অন্যভাবে, শ্লীল শব্দে লিখলে ঘৃণার প্রকাশ ঘটানো সম্ভব হতো কি, নাকি হতো তা শুধুই শিল্পীর ব্যার্থতা?
আর যারা বিদেশে বসে ভাল-খারাপ মতামত দিচ্ছেন, তাদেরকে বলি- ভাই থামেন! বাচ্চা-কিশোরদের এসব কি শেখাচ্ছেন! আমরা একটি corruption free দেশ চাই, জাতি চাই। আপনি বিদেশে বসে কিভাবে গানগুলি শুনেছেন? এখনো তো internationally alb
um release হয়নি।  Piracy করা গান download করে তো? Legally এখন শুধু বাংলাদেশে বসবাসরত মানুষ গান শুনতে পারবে। Illegal, pirated গান download করা উচিত নয়, ইহা অনৈতিক। আপনারা একেকজন Facebook celebrity, আপনাদের হাজারো followers. আপনাদের অনেক কিছু মানুষ অন্ধের মতো follow করে। আপনি যদি আজকে pirated music download করেন, আপনার অন্ধ ভক্ত হয়তো ভাববে যে এইটা স্বাভাবিক। তাদের piracy শেখাচ্ছেন কেনো? আপনার-আমার সবার উপর দ্বায়িত্ব বর্তায় ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষা দেবার। Piracy-এর মতো জঘন্য অপরাধের কারণে আমাদের দেশের music industry ভয়ানক ক্ষতির সম্মুখীন। Please stop piracy, buy original CDs, or download legally.
Heroes never fall, but what heroes do is sometimes beyond our understanding. And for that, we just feel like to pull them down.
আর কিছু না জেনে, না বিশ্লেষণ করে যারা অন্যের কথায় সায় দিচ্ছেন, তারা জেনে রাখুন যে অন্ধভক্তি অজ্ঞানতা সৃষ্টি করে। অন্ধভক্তির কারণে অনেক পরিণত বয়সেও মানুষের বিচারবুদ্ধি লোপ পেতে পারে। সবসময় মুক্তমনে চিন্তা করতে শেখানো গুরু অমৃতের নামে যদি বিষ পরিবেশন করেন, আর আপনি সেটি তৃপ্তিসহকারে না বুঝে গ্রহন করেন, তাহলে আপনি সে গুরুর যোগ্য মুরীদ হতে পারেন নি। অন্ধভক্তির কুফল হলো তা মানুষের চিন্তাশীলতাকে থামিয়ে দেয়, মগজে মরিচা ধরিয়ে দেয়। তাই সবাই অন্ধভক্তি বাদ দিয়ে মুক্তচিন্তার অধিকারী হতে শিখুন।